আবারো সামির মিথ্যাচারঃ শয়ন,রিয়াজের বিরুদ্ধে অপপ্রচার

ভিডিওটিতে কোনোভাবেই উক্ত ছাত্রলীগ নেতাদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। অতএব, সামাজিক মাধ্যমে ছড়ানো এই দাবিটি মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ফ্যাক্টচেক

এম আখতার মুকুল

5/27/20251 মিনিট পড়ুন

দাবি

আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সামি ২৭ মে তারিখে একটি ফেসবুক পোস্টে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ মিলে যুক্তরাজ্যে একটি তথাকথিত ‘ভিআইপি পিকনিক’ এর আয়োজন করেছেন। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়।

দাবী বিশ্লেষণঃ

এছাড়া সাংবাদিক হিসেবে সামির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ , ২০২৪ এর ডিসেম্বর এর ৯ তারিখটা তিনি ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নামে ধর্ষণের গুজব ছড়ান।

উল্লিখিত ভিডিও ও সামির ফেসবুক পোস্টে যে দাবি করা হয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য থেকে স্পষ্ট বোঝা যায় যে, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে শয়ন বা রিয়াজ কেউই নেই। রিয়াজ শয়নের বর্তমান অবস্থান লন্ডনে হলেও, তারা উক্ত আয়োজন সম্পর্কে অজ্ঞ এবং ভিডিওতে তাদের উপস্থিতির কোনো প্রমাণ নেই

সামির ফেসবুক পোস্টে প্রকাশিত ভিডিওতে শয়ন ও রিয়াজের উপস্থিতি নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই। উভয়েই যুক্তরাজ্যে অবস্থান করলেও, 'ভিআইপি পিকনিক'-এর সাথে তাঁদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই। এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর