সচিবালয়ের সামনে থেকে আটক জাকির শিবিরের সাথে সম্পৃক্ত। ছাত্রলীগ নেতা নয়।
জাকির মাহমুদ একজন কোটা আন্দোলনকারী এবং ছাত্রশিবির কর্মী।
ফ্যাক্টচেক
এম আখতার মুকুল
7/22/20251 মিনিট পড়ুন


ফেসবুকে ছড়িয়ে পড়া এস এ টিভি, ABDULLAH AL JABER,DU INSIDER সহ একাধিক শিবির সংশ্লিষ্ট একাঊণ্ট থেকে গুজব ছড়ানো হয় সচিবালয়ের সামনে থেকে বোমাসহ ছাত্রলীগ নেতা আটক। এস এ টিভি, ABDULLAH AL JABER,ইতিমধ্যে পোষ্ট ডিলেট করে দিয়েছে। DU INSIDER এর পোষ্ট লিংক এখানে (লিংক)।
প্রকৃতপক্ষে জাকির মাহমুদদের একজন কোটা আন্দোলনকারী এবং ছাত্রশিবির কর্মী।
আজ দুপুরে সচিবালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জাকির মাহমুদ নামে এক ছাত্রশিবির নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায়, তিনি কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ফেসবুক টাইমলাইনে শিবির নেতা সাদিক কায়েমের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে। এছাড়া সেখানে ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী একাধিক পোস্টও পাওয়া যায়।
জাকির মাহমুদকে ছাত্রলীগ কর্মী হিসেবে উপস্থাপন করে চালানো প্রচারণাটি একটি পরিকল্পিত এবং সমন্বিত প্রোপাগান্ডা। একাধিক শিবির সংশ্লিষ্ট পেজে একই ক্যাপশনের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে তুলে ধরা হয়েছে। সুতরাং, জাকির মাহমুদকে ছাত্রলীগের কর্মী হিসেবে উপস্থাপন করার প্রচারণাটি একটি উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত মিথ্যাচার।













